ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শাহজাহানপুরে অভিনব কায়দায় প্রতারণার শিকার হয়েছেন ৬০ বছরের শরদ চন্দ নামের এক বৃদ্ধ। তাকে ‘ডিজিটাল গ্রেপ্তার’ দেখিয়ে একটি ভুয়া ভার্চুয়াল আদালতে এক মাস ধরে শুনানির নামে ভয় দেখিয়ে ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে শরদ চন্দ একটি ফোনকল পান, যেখানে কলদাতারা নিজেদের সিবিআই ও ইডি’র কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তারা অভিযোগ করেন, শরদ চন্দ ২.৮ কোটি টাকার একটি বেআইনি লেনদেনে জড়িত এবং তাকে ডিজিটালভাবে গ্রেপ্তার করা হয়েছে।
এরপর শুরু হয় একটি ভুয়া ভার্চুয়াল আদালতের নাটক। অনলাইনে বিচারকের আসনে বসে থাকা প্রতারকসহ ভুয়া আইনজীবীরা প্রহসনের মাধ্যমে তাকে ভয় দেখিয়ে ৪০টি ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ১ কোটি ৪ লাখ টাকা পাঠাতে বাধ্য করেন।
এই ভুয়া ‘শুনানি’ চলে টানা এক মাস। এর মধ্যে শরদ চন্দ পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেননি, কারণ তিনি ভাবছিলেন, বিষয়টি সত্যিই সরকারি তদন্ত প্রক্রিয়ার অংশ।
শেষপর্যন্ত প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শরদ চন্দ থানায় অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ একটি সন্দেহজনক অ্যাকাউন্টে ৯ কোটি টাকার লেনদেন শনাক্ত করে এবং সেখান থেকেই চক্রটির সন্ধান পায়।
সাতজন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তারা সবাই তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ এবং সুসংগঠিত প্রতারণা চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, সরকারি পরিচয় ভাঁড়ানো, তথ্যপ্রযুক্তি আইনসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
শাহজাহানপুরের পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানান,
এই ঘটনার পেছনে একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও গ্রেপ্তার হতে পারে।