শেখ হাসিনাকে হাজির করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নোটিশ জারি
শেখ হাসিনা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো তাদের বিচারিক কার্যক্রম।

এই দিন সকালে অভিযোগ গঠনের শুনানি ঘিরে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারকৃত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। অন্যদিকে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।

তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আমির হোসেন।

এর আগে ৭ জুলাই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১০ জুলাই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তখন প্রসিকিউশনের পক্ষে শুনানি উপস্থাপন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী হিসেবে আমির হোসেন (রাষ্ট্রনিযুক্ত) এবং জায়েদ বিন আমজাদ (সাবেক আইজিপির পক্ষে) উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে গণ-অভ্যুত্থানের সময় সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা, নির্যাতন, আটক, গুম, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে এই তিনজন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী। তদন্ত ও নথি পর্যালোচনার পর ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেয়।