অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম ‘অন্বেষণ এডু’-র দুই প্রতিষ্ঠাতা ও দুজন শিক্ষককে লাইভ ক্লাসে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট ও ঢাকা জজ কোর্টের একাধিক আইনজীবী এই নোটিশ দিয়েছেন।
নোটিশে বলা হয়, ‘অন্বেষণ এডু’র ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি লাইভ ক্লাস চলাকালে এক নারী ও এক পুরুষ শিক্ষক একে অপরকে চুম্বন করেন এবং সেই দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা একে নৈতিক অবক্ষয় এবং শিক্ষার পরিবেশের প্রতি অবমাননা হিসেবে দেখছেন।
আইনি নোটিশে এই ঘটনাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ২(গ)(১), ৮(৪) ও ৮(৫) ধারার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। এসব ধারা অনুযায়ী, অশ্লীল দৃশ্য অনলাইনে প্রচার, প্রদর্শন বা বিতরণে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
নোটিশে অভিযুক্ত হিসেবে অন্বেষণ এডু’র সহ-প্রতিষ্ঠাতা আকাশ ও অর্ক, এবং শিক্ষক সামিরা ও এক অজ্ঞাতনামা পুরুষ শিক্ষকের নাম উল্লেখ করা হয়। অভিযোগকারীরা দাবি করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে তা গণউপদ্রবে পরিণত হয়েছে।
আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের তিন কর্মদিবসের মধ্যে অনলাইনে লাইভে এসে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসাইনসহ পাঁচজন আইনজীবীর পক্ষে এই আইনি নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মো. মহিউদ্দীন।
প্রসঙ্গত, ‘অন্বেষণ এডু’ একটি অনলাইন কোচিং প্ল্যাটফর্ম, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ক্লাস পরিচালনা করে থাকে। বিতর্কিত ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।