হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।
আজ রোববার (২০ জুলাই ২০২৫) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আজকের আদেশে আদালত রিট আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন। তবে পূর্ণাঙ্গ আদেশ না পাওয়া পর্যন্ত এই পর্যবেক্ষণের বিস্তারিত জানা যাবে না বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন বলেন,
আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেলে আদালতের পর্যবেক্ষণের বিস্তারিত জানা যাবে।
গত ২৮ মে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রিট দায়ের করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।
এর আগে, ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে করা রিট খারিজ করে দেন। এই আদেশের পরই ফেসবুকে একটি পোস্ট দেন সারজিস আলম।
সারজিস আলমের সেই পোস্টে লেখা ছিল:
মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?
এই মন্তব্যের পর তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। প্রথমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একইসঙ্গে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে রিট আবেদন করা হয়।