জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগে এক আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আরিফুল ইসলাম। এ ঘটনায় স্বাস্থ্য পরীক্ষা ও তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজন হাজতি আসামিকে ৩ দিনের পুলিশ হেফাজতে এবং আসামি মো. মাসুদ রানাকে অতিরিক্ত ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
কিন্তু জিজ্ঞাসাবাদে দেখা যায়, আসামি মাসুদ রানা আদালতকে জানান— ৪ আগস্ট পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এসআই গোলাম রাব্বানী তাকে জানালার সাথে হ্যান্ডকাফ দিয়ে ঝুলিয়ে মারধর করেন। আদালত তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান।
তিনি জানান, নির্যাতনের কারণে তিনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান না। আদালত মনে করেন, এ অবস্থায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার সুযোগ নেই। ফলে, তাকে ও অপর দুই আসামিকে সি/ডব্লিউ মূলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি, আদালত নির্যাতনের অভিযোগকে “নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩” অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ককে আসামির শরীরের আঘাত পরীক্ষা করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তের জন্য সিভিল সার্জনকে ১৭ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদেশের অনুলিপি পুলিশ সুপার, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে। আদালত মাসুদ রানার ৫ দিনের রিমান্ড আবেদনও নামঞ্জুর করেছেন।