হাইকোর্ট
হাইকোর্ট

ডাক্তার কন্যাকে অবৈধভাবে বন্দী করার অভিযোগে বাবা-মাকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

ডাক্তার ফারাহ দীনা (৪০) নামে এক চিকিৎসককে অবৈধভাবে বন্দী করে রাখার অভিযোগের প্রেক্ষিতে তার বাবা-মাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২০ আগস্ট বেলা ১১টায় ফারাহ দিনাকে আদালতে উপস্থিত করতেও বলা হয়েছে। তার বাবা-মা, মোঃ দেলোয়ার হোসেন ও রওশন আরা দেলোয়ারকে এ নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সায়েদ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

ফারাহ দীনার পক্ষে  হেবিয়াস করপাস রিট মামলা দায়ের করেন, তার দুই বাল্যবন্ধু ব্যারিস্টার শারমিন লায়লা তন্বী এবং ডাঃ তোহফা-ই-আইয়ূব।

পিটিশনে বলা হয়, তাদের বন্ধু ডাক্তার ফারাহ দীনা সম্প্রতি তাদের শরণাপন্ন হয়ে সাহায্য চান। তার বাবা-মা এবং স্বামী তাকে অব্যাহতভাবে জোরপূর্বক মানসিক হাসপাতালে ভর্তির হুমকি দিয়ে আসছিলেন। এই অবস্থায় তাকে খুঁজে না পাওয়া গেলে তিনি আইনি ব্যাবস্থা নেবার জন্য তাদের কাছে অনুরোধ জানান। গত ৯ ই আগস্ট থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ও তার কাজের জায়গায় গিয়ে কোন খোঁজ না পেয়ে তারা বাধ্য হয়ে এই হেবিয়াস করপাস রিট দায়ের করেন।

উল্লেখ্য যে, ডাক্তার ফারাহ দিনা তাদেরকে জানিয়েছিলেন যে তার বাবা-মা ও স্বামী তাকে মা বহুদিন যাবত মানসিক রোগী হিসেবে প্রতিপন্ন করবার চেষ্টা চালিয়ে আসছিলেন এবং এর আগেও ২০১৮ সালে প্রায় ৪ (চার) মাস একটি মানসিক হাসপাতালে তাকে জোর করে বন্দী করে রাখেন। সে সময় তাকে যে চিকিৎসা এবং ওষুধ-পত্র দেয়া হয় তা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দীর্ঘস্থায়ী ক্ষতিসাধন করে।

ডাঃ ফারাহ দীনা আল-বারাকা হাসপাতালে সনলজিস্ট হিসেবে কর্মরত আছেন। নিখোঁজ হবার পূর্বে তিনি উত্তরাস্থ তাঁর বাবা- মা’র বাসায় ছিলেন।

পিটিশনারদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার।