মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।
কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় কনস্টেবল মনিরুল ইসলামের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ধৃত পুলিশ সদস্য মো. মনিরুল ইসলাম কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকার বাসিন্দা আকরাম উল্লাহ’র ছেলে। মনিরুল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, কনস্টেবল মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরেই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। পুলিশ পরিচয় ব্যবহার করায় এতদিন তিনি চেকপোস্ট বা অভিযানে সন্দেহ এড়াতে সক্ষম হয়েছিলেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
আটক কনস্টেবল মনিরুল ইসলামকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে ইয়াবা পাচার চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার আরও বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।