বিচারকের স্বাক্ষর জাল: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

ছিনতাইয়ের মামলায় দ্রুত রিপোর্ট দাখিলে পুলিশকে আদালতের নির্দেশ

রাজধানীর মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানায় দায়ের করা ছিনতাইয়ের মামলাগুলোতে দ্রুত পুলিশ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জাকির হোসাইন স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন।

আদালত পর্যবেক্ষণে দেখা যায়, ঢাকার বিভিন্ন থানায় দায়েরকৃত ছিনতাইয়ের মামলাগুলো দীর্ঘদিন তদন্তাধীন থাকলেও পুলিশ প্রতিবেদন সময়মতো জমা দেওয়া হচ্ছে না। বিশেষ করে দ্য পেনাল কোড ১৮৬০–এর ৩৯২, ৩৯৩, ৩৯৪ ধারায় দায়েরকৃত মামলাগুলোতে তিন থেকে ছয় মাস অতিক্রমের পরও অধিকাংশ ক্ষেত্রে প্রতিবেদন দাখিল করা হয়নি।

আদেশে বিচারক উল্লেখ করেন, যেসব মামলায় আসামি হাতেনাতে ধরা পড়ে এবং আলামত উদ্ধার হয়, তাতে ১৫ দিনের মধ্যে পুলিশ প্রতিবেদন দাখিল করা সম্ভব। কিন্তু বাস্তবে অধিকাংশ মামলায় তিন থেকে পাঁচ মাসের মধ্যে প্রতিবেদন জমা হচ্ছে না। এর ফলে হাজতি আসামিরা দীর্ঘ সময় কারাগারে থেকে পরবর্তীতে জামিন পাওয়ার সুযোগ পাচ্ছেন, যা ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

সম্প্রতি ফৌজদারি কার্যবিধি ১৮৯৮–এর ১৭৩(বি) ধারা অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে পুলিশ রিপোর্ট দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। পূর্বে এই সময়সীমা ছিল ১২০ কার্যদিবস। কিন্তু আদালতের মতে, এখনও অনেক মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন বিলম্বে জমা দিচ্ছেন এবং বিলম্বের কারণ ব্যাখ্যা দিচ্ছেন না।

বিচারক আরও উল্লেখ করেন, ছিনতাইয়ের মামলায় অনেক সময় পর্যাপ্ত কারণ ছাড়া অজ্ঞাতনামা আসামিকে ফরওয়ার্ড করা হয়। এর ফলে দীর্ঘ হাজতবাস শেষে আসামিরা জামিন লাভ করে। তাই অজ্ঞাত আসামির ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ ও তদন্তে প্রাপ্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেন তিনি।

উপর্যুক্ত পরিপ্রেক্ষিতে আদালত মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জদের দ্রুত পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।