বলিউডের আসন্ন ছবি ‘জলি এলএলবি ৩’ ঘিরে একদিকে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে শুরু হয়েছে আইনি জটিলতা। সিনেমার টিজারে বিচারককে ‘মামু’ বলে সম্বোধন করার কারণে অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের পুনের একটি আদালত।
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পুনের দুই আইনজীবী ওয়াজেদ খান বিদকার ও গণেশ মহাস একটি মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, টিজারে ব্যবহৃত ওই সংলাপ বিচার বিভাগ ও আইন পেশাকে অবমাননা করেছে এবং আইনজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এছাড়া অভিনেতারা আইনজীবীদের ব্যান্ড পরে ছবির প্রচার করায় আইন পেশার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে পুনের সিভিল আদালতের বিচারক জে.জি. পাওয়ার আগামী ২৮ আগস্ট অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং ছবির প্রযোজকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সিনেমার মুক্তি স্থগিত করার আবেদনও গৃহীত হয়েছে।
‘জলি এলএলবি ৩’-এ অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি ছাড়াও অভিনয় করেছেন হুমা কুরেশি, অন্নু কাপুর এবং বিচারকের চরিত্রে আবারও থাকছেন সৌরভ শুক্লা। ছবিটি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জলি এলএলবি’ এবং ২০১৭ সালের ‘জলি এলএলবি ২’-এর সিক্যুয়েল।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে। তবে আদালতের নির্দেশের ওপরই নির্ভর করছে সিনেমার ভবিষ্যৎ।