আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নবীন শিক্ষার্থীদের ফুল, একাডেমিক প্রসপেক্টাস ও কলম দিয়ে বরণ করে নেয় শিক্ষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান আব্দুর রহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক মো. রহমত সরকার, সহকারী অধ্যাপক সউদ বিন আলম প্রতীক ও প্রভাষক আমিনা সারওয়ার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের কর্মকর্তা, সিনিয়র শিক্ষার্থীরা এবং নবাগত শিক্ষার্থীরা।
পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন বিভাগ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিদ্যমান ভূমি প্রশাসন ব্যবস্থার উপর আলোকপাত করে আইনি জ্ঞান সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। বিভাগটি শিক্ষার্থীদের ভূমি আইন ও প্রশাসনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং গবেষণা-ভিত্তিক শিক্ষার মাধ্যমে তাদেরকে সমাজে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত করছে।
বিভাগের প্রধান লক্ষ্য হলো— শিক্ষার্থীদের আইন ও ভূমি প্রশাসন সম্পর্কে গভীর অন্বেষণ, দক্ষতা অর্জন এবং ভবিষ্যতে ভূমি আইন ব্যবস্থায় তাৎপর্যপূর্ণ অবদান রাখার জন্য একাডেমিকভাবে প্রস্তুত করা। এ লক্ষ্যেই বিভাগটি বিশ্বমানের যোগ্য স্নাতক তৈরির প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।