রাজধানীতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) কাকরাইল এলাকায় পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পল্টন থানা পুলিশ ও ডিএমপি পুলিশ অংশ নেয়।
অভিযান চলাকালে ১০টি ডিজেলচালিত বাস ও ট্রাকের গ্যাসীয় নিঃসরণমাত্রা Smoke Opacity Meter দ্বারা পরিমাপ করা হয়।
এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১) লঙ্ঘন ও দণ্ড ১৫(১) অনুযায়ী কালোধোঁয়া নির্গমনের অভিযোগে ছয়টি মামলায় ছয়জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের কাছ থেকে মোট ৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হচ্ছে।