ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী ল’ স্পোর্টস উইক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র ফুটসল গ্রাউন্ডে।
গত ১ সেপ্টেম্বর সকাল ৯টায় আইন বিভাগের উদ্যোগে এবং সহযোগী প্রতিষ্ঠান De Jure Academy-এর সহায়তায় শুরু হয় প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন এবং আইন বিভাগের প্রধান ড. এস এম সাইফুল হক।
সপ্তাহজুড়ে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. লিজা শারমিন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন,
শিক্ষাজীবনের পাশাপাশি খেলাধুলা তরুণদের দলবদ্ধতা, শৃঙ্খলা ও নেতৃত্ব শেখায়। আইন বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও দারুণ সাফল্য দেখাচ্ছে — এটি আমাদের গর্ব।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বরাবরই শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্ব দিয়ে আসছে। এ আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৌহার্দ্য ও একতার পরিবেশ গড়ে তুলেছে।
De Jure Academy-এর প্রতিনিধি জানান, একাডেমিক কার্যক্রমের বাইরে ক্রীড়া শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তারা বিশ্ববিদ্যালয়ের যেকোনো উদ্যোগে পাশে থাকবে।
করতালি আর উচ্ছ্বাসে ভরপুর এই সমাপনী শিক্ষার্থীদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। অনেকেই মনে করেন, শুধু প্রতিযোগিতা নয়, বরং বন্ধুত্ব ও দলগত সক্ষমতা পুনরাবিষ্কারের এক দারুণ সুযোগ দিয়েছে এই ল’ স্পোর্টস উইক।