গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন অধিদপ্তরের আওতাধীন নৌ বাণিজ্য দপ্তর, চট্টগ্রাম দক্ষ ও নিষ্ঠাবান আইনজীবীদের নিয়ে প্যানেল তৈরির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা ও পটুয়াখালী জেলার ফৌজদারি ও দেওয়ানি আদালতে মামলা পরিচালনার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
মামলার ধরন:
১) ভূমি সংক্রান্ত মামলা
২) মানিস্যুট সংক্রান্ত মামলা/মোকদ্দমা
৩) সংস্থাপন ও শ্রমবিরোধ মামলা
যোগ্যতা:
-
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি থাকতে হবে।
-
দেওয়ানি মামলা পরিচালনায় অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
-
অবসরপ্রাপ্ত জেলা জজ (অনূর্ধ্ব ৬২ বছর) যারা বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করছেন তারাও আবেদন করতে পারবেন।
আবেদনের শর্তাবলী:
আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর সত্যায়িত ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ, আয়কর নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, স্থানীয় বারে যোগদানের সনদ এবং প্রয়োজনে হাইকোর্টে অন্তর্ভুক্তির সনদ জমা দিতে হবে।
আবেদনকারীদের ২০০ টাকা সোনালী ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখা (কোড নং: ০৮০১১৩৩০০৪৮৯২) মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার রশিদ ও দপ্তরের নির্ধারিত ফরম সংগ্রহ করে নির্দিষ্ট ঘোষণাপত্রসহ আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০১৫
যোগাযোগ: 01575512828
এই নিয়োগে নির্ধারিত রেইট অব ফি অনুসারে মামলা পরিচালনার শর্ত প্রযোজ্য হবে।