‘নতুন বাংলাদেশ পার্টির’ আইন বিষয়ক যুগ্ম সম্পাদক হলেন অ্যাডভোকেট হাসান শাহরিয়ার
সম্প্রতি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান (অব.) এর হাত থেকে আইন বিষয়ক যুগ্ম সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার

‘নতুন বাংলাদেশ পার্টির’ আইন বিষয়ক যুগ্ম সম্পাদক হলেন অ্যাডভোকেট হাসান শাহরিয়ার

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন ‘নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি)’। সম্প্রতি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান (অব.) এর হাত থেকে আইন বিষয়ক যুগ্ম সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব আলতাফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পিন্টু, নতুন বাংলাদেশ মহিলা পার্টির চেয়ারম্যান হাসনা আরা বেগম, রাজনৈতিক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র পার্টির আহ্বায়ক মিরাজ আহমেদ, সদস্য সচিব সজল দাসসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা-কর্মীরা।

ব্যক্তিগত ও শিক্ষাগত জীবন

অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার ১৯৮৫ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও শেখ বোরহানউদ্দিন কলেজ থেকে এইচএসসি শেষ করে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক এবং প্রাইম ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিজিডি ইন জেনোসাইড স্টাডিজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা অব হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড, নর্দান ইউনিভার্সিটি থেকে ভিকটিমোলজি, ক্রিমিনোলজি, রেস্টোরেটিভ জাস্টিস ও ফরেনসিক সাইকোলজি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে পিজিডি ইন জার্নালিজম ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবন

তিনি বাংলাদেশের স্বনামধন্য ল ফার্ম অ্যাডভোকেট হাসান এন্ড অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা। বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স সমিতি এবং বাংলাদেশ কোম্পানি ল প্র্যাকটিশনার্স সোসাইটির সক্রিয় সদস্য।

অ্যাডভোকেট শাহরিয়ার বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্যানেল আইনজীবী। একইসাথে তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন ও মানবাধিকার অনুষদে শিক্ষকতা করছেন।

তার লেখা বই ‘সহজে শিখুন ভূমি জরিপ আইন’ রকমারি ডট কমে সর্বাধিক বিক্রিত বইয়ের স্বীকৃতি পেয়েছে।

বিশেষ অর্জন ও নেতৃত্ব

বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রথম আইনজীবী হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে অ্যামেচার রেডিও লাইসেন্স (কল সাইন S21KHS) অর্জন করেছেন তিনি।
বর্তমানে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন, এর মধ্যে রয়েছে:

  • বাংলাদেশ মিডিয়া ল’ ইয়ার্স ফোরামের চেয়ারম্যান

  • বাংলাদেশ লইয়ার ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের কনভেনার

  • সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম (সাল্ফ) ইন্টারন্যাশনাল চাপ্টারের অতিরিক্ত সাধারণ সম্পাদক

  • বাংলাদেশ ভূমি রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক

  • এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের সদস্য

  • আমেরিকান স্পেসেস বাংলাদেশের সদস্য

  • অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ

  • লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রেনিয়াল জেলা ৩১৫ এ১ এর চাটার্ড প্রেসিডেন্ট

  • বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের আজীবন সদস্য

নতুন বাংলাদেশ পার্টির লক্ষ্য ও অঙ্গীকার

নতুন বাংলাদেশ পার্টি বহুদলীয় গণতন্ত্র চর্চা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। প্রয়োজনে অর্থনৈতিক ও সামরিক জোট গঠন করে দেশের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণও দলটির অঙ্গীকারের অংশ।

দলটি চাঁদাবাজিমুক্ত ও স্বনির্ভর রাজনৈতিক কাঠামো গড়তে চায়। তাদের গঠনতন্ত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে ক্ষমতায় না থেকেও জনগণের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা যায়।
নেতৃত্বে থাকবেন পেশাজীবী, সাবেক সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, শিল্পপতি এবং বিদেশে থাকা প্রবাসী নাগরিকরা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে উদীয়মান যুবসমাজের অংশগ্রহণে।

বর্তমানে নতুন বাংলাদেশ পার্টির নিবন্ধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীনে চলছে। দলটির প্রত্যাশা খুব শিগগিরই তারা আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে।