কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

হাইকোর্ট ভবন ও এনেক্স ভবনে এসি, মাইক-স্পিকার ও টাইলস পরিবর্তনের আবেদন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মূল ভবন ও এনেক্স ভবনের পুরাতন এসি পরিবর্তন, নতুন এসি প্রতিস্থাপন এবং কোর্টরুমগুলোর পুরাতন মাইক-স্পিকার ও ফ্লোর টাইলস পরিবর্তনের জন্য আবেদন করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ মাহমুদুল হাসান।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর এ আবেদন দাখিল করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, হাইকোর্ট বিভাগের মূল ভবন ও এনেক্স ভবনের অধিকাংশ এসি অনেক পুরাতন হয়ে গেছে। ফলে কোর্টরুমগুলো সঠিকভাবে ঠান্ডা হয় না। বিশেষ করে এজলাসের পিছনের আসনগুলোতে এসি না থাকায় প্রচণ্ড গরম ও ভ্যাপসা অনুভূত হয়। এতে আইনজীবীরা অস্বস্তি বোধ করেন, এমনকি অনেক সময় হালকা শ্বাসকষ্টও দেখা দেয়।

অন্যদিকে, বিজয়-৭১ ভবনের কোর্টগুলিতে এই সমস্যা নেই, কারণ সেখানে আধুনিক এসি যথাযথভাবে স্থাপন করা হয়েছে। তাই মূল ভবন ও এনেক্স ভবনে নতুন এসি স্থাপন এবং বসানোর সময় এজলাসের সামনের অংশ, মাঝখান ও পিছনের অংশে সমানভাবে বসানোর দাবি জানান তিনি।

এছাড়া আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বর্তমানে হাইকোর্ট বিভাগের মূল ভবন ও এনেক্স ভবনের কোর্টরুমগুলোর মাইক ও স্পিকারগুলো পুরনো এবং নিম্নমানের হওয়ায় বক্তব্য পরিষ্কারভাবে শোনা যায় না। এর ফলে আইনজীবীরা অনেক সময় মাইক বন্ধ রেখে শুনানি করতে বাধ্য হন। তাই নতুন ও উন্নতমানের মাইক-স্পিকার প্রতিস্থাপন করার দাবি করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, এনেক্স ভবনের বেশিরভাগ কোর্টরুমের ফ্লোরের টাইলস দীর্ঘদিন ব্যবহারের কারণে নষ্ট হয়ে গেছে। পরিষ্কার করলেও এগুলো ময়লা ও বিবর্ণ দেখায়, যা আদালতের পরিবেশের জন্য অযোগ্য। তাই নতুন ও দৃষ্টিনন্দন টাইলস প্রতিস্থাপন করার জন্য আবেদন জানানো হয়।

মোঃ মাহমুদুল হাসান আবেদনপত্রে লিখেছেন, এসব সমস্যার কারণে আইনজীবী ও বিচারপ্রার্থীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।