সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বিশেষ সাংবিধানিক আদেশ (Special Constitutional Order) জারি করে জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে। গণঅভ্যুত্থান তথা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে।”
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট শিশির মনির বলেন, “বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংকটে পড়বে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার কথা বলা হচ্ছে, কিন্তু এর আইনগত ভিত্তি কোথায়? কোনো আইনে নির্ধারিত না হলে অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে তা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”
তিনি আরও মন্তব্য করেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে সেটি টেকসই হবে না। তাই গণঅভ্যুত্থান-উদ্ভূত জনগণের ক্ষমতাকে বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমেই স্বীকৃতি দিতে হবে।”
উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়। আপিল বিভাগ তখন সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়েছিল।