অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

হাইকোর্টের বিচারকার্যে অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর): গত ১৪ হতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য (২২০ নং গঠনবিধির আংশিক সংশোধন পূর্বক) প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন।

সুপ্রিম কোর্টের ২৮ আগস্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন করা হয়েছে।

সংশোধন অনুযায়ী অবকাশকালীন সময়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন একত্রে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা এ কোর্টের মূল ভবনের ২৩ নম্বর বিচারকক্ষে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৫, ১৬, ১৭, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত এ বেঞ্চে শুনানি হবে।

শুনানির বিষয়গুলোর মধ্যে থাকবে— দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদি, ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য অতি জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরীর আবেদনপত্র এবং এ-সংক্রান্ত জামিনের আবেদনপত্র।

এছাড়া ফৌজদারি মঞ্জুরীকৃত আপিল ও এ-সংক্রান্ত জামিনের আবেদনপত্র, সকল জেল আপিল মঞ্জুরীর আবেদনপত্র ও শুনানি, ফৌজদারি রিভিশন এবং ফৌজদারি বিবিধ মোকদ্দমা শুনানি করা হবে।

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব বিষয় এ বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয় সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করাও এই বেঞ্চের এখতিয়ারভুক্ত থাকবে।