মানবতার সেবাই প্রকৃত ধর্ম—এই বার্তা নিয়ে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম ভ্যালীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিক সেবা ক্যাম্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
আজ (১৩ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম আইনজীবী অডিটরিয়ামে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম ভ্যালীর যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিক সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি মধুসূদন দাশ, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শিপন কুমার দে।
স্বাগত বক্তব্য দেন শিপন কুমার দে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত জজ আরফাতুল রাকিব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, জেলা পিপি মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক তারিক আহমদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম ভ্যালীর পক্ষ থেকে লায়ন ডা. এন কে এম আকতার হোসেন, লায়ন মাহবুবুল আলম, সিনিয়র লায়ন গভর্নর অ্যাডভাইজার জাহাঙ্গীর মিয়া, এবং আইনজীবী সমিতির বহু বিশিষ্ট সদস্য।
অনুষ্ঠানটি শুরু হয় আইনজীবী অঞ্জন প্রসাদ দে-র গীতাপাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে।
প্রধান অতিথির বক্তব্যে মো. হেমায়েত উদ্দিন বলেন,
আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীদের দায়িত্ব সমানভাবে গুরুত্বপূর্ণ। মানব সেবার ব্রতই আমাদের প্রকৃত পথ। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আমাদের রক্তে কোনো ধর্ম নেই—আছে মানবতা। মানব সেবার মধ্য দিয়েই সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, “উন্নত বিশ্বে নাগরিকরা সেবাকে অগ্রাধিকার দেয়। আমাদেরও সেই পথেই চলতে হবে। বিজয়া সম্মিলন পরিষদ ও লায়ন্স ক্লাবের এই উদ্যোগ মানবতার সেবায় অনন্য উদাহরণ।”
মূখ্য আলোচক মো. হাসানুল ইসলাম বলেন,
আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ ও লায়ন্স ক্লাবের এই যৌথ উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, অনুপ্রেরণাদায়কও। মানবসেবামূলক এই কার্যক্রম আমাদের সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং পরামর্শ সেবা গ্রহণ করেন।