পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেলা জজ মর্যাদার সব কোর্টে আপিল করা যাবে
আদালত (প্রতীকী ছবি)

সারা দেশে ৬৫টি পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারা দেশে ৬৫টি পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করেছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার (২০ অক্টোবর) প্রকাশিত গেজেটে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান।

পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ১৮ ধারা অনুযায়ী সরকার এসব আদালত প্রতিষ্ঠা করেছে এবং প্রতিটি আদালতের জন্য সংশ্লিষ্ট স্থানীয় এখতিয়ার নির্ধারণ করেছে।

ঢাকায় মোট ৫টি পারিবারিক আপিল আদালত থাকবে—যেগুলোর এখতিয়ার গুলশান, বনানী, খিলক্ষেত, উত্তরা, মিরপুর, ধানমন্ডি, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় বিস্তৃত।

রাজধানীর বাইরে প্রতিটি জেলা সদরেও একটি করে পারিবারিক আপিল আদালত গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়,

নবপ্রতিষ্ঠিত আদালতগুলোতে পৃথক বিচারক পদায়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা জজ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে আদালতের দায়িত্ব পালন করবেন।

এছাড়া, গেজেট অনুযায়ী জেলা জজদের ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট পারিবারিক আপিল মামলাসমূহ নতুন আদালতগুলোতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মামলাগুলো যে পর্যায়ে স্থানান্তরিত হবে, সেই পর্যায় থেকেই বিচারকার্য শুরু হবে।

গেজেটটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।