নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার কেন্দ্র-রোল নম্বরভিত্তিক আসন বিন্যাস

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে হাইকোর্ট পারমিশন পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কঠোরভাবে কিছু নির্দেশনা মানতে হবে।

মোবাইল ফোন, হিয়ারিং এইড, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, ওয়ালেট, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ঘড়ি, বা তথ্য আদান–প্রদানের কাজে ব্যবহৃত যেকোনো যন্ত্র পরীক্ষা কেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রবেশের সময় প্রার্থীদের এসব সামগ্রী সঙ্গে না আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে ডিভাইস সনাক্ত করা হবে। কোনো পরীক্ষার্থী এ নির্দেশ অমান্য করলে তাকে বহিষ্কার বা শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

এছাড়া পরীক্ষার সময় উভয় কান দৃশ্যমান রাখতে হবে এবং পরীক্ষা শুরুর পর প্রথম এক ঘণ্টা কোনো প্রার্থী কেন্দ্র ত্যাগ করতে পারবে না।

লিখিত উত্তরপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া নির্দেশনাগুলোও কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

পরীক্ষার কেন্দ্রসমূহ নিম্নরূপ—

1️⃣ ডিন অফিস, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়: রোল 1001–1379
2️⃣ আর্টস বিল্ডিং (৪র্থ ও ৫ম তলা): রোল 1380–2497
3️⃣ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ (২য় ও ৩য় তলা): রোল 2498–3540
4️⃣ আর্টস ফ্যাকাল্টির ডিন অফিস কনফারেন্স রুম (গ্রাউন্ড ও ১ম তলা): রোল 3541–4437
5️⃣ আর.সি. মজুমদার অডিটোরিয়াম, লেকচার থিয়েটার বিল্ডিং: রোল 4438–4950
6️⃣ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস: রোল 4951–শেষ পর্যন্ত

বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও ইনভিজিলেটররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।