বাংলাদেশ বার কাউন্সিল ২০২৫ সালের এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফলের রিভিউ বা পুনঃমূল্যায়নের সুযোগ ঘোষণা করেছে।
গত ২৫ অক্টোবর প্রকাশিত ফলাফলে যারা অকৃতকার্য হয়েছেন এবং যুক্তিসংগত কারণে ফলাফল পুনঃমূল্যায়ন করতে চান, তারা ৫০০ টাকা রিভিউ ফি ও ৪০ টাকা সার্ভিস চার্জসহ মোট ৫৪০ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে পারবেন।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফি জমা দেওয়ার শেষ সময় ১ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ফি প্রদানের পদ্ধতি
রিভিউ আবেদনকারীদের অ্যাডমিট কার্ডে দেওয়া User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে 16222 নম্বরে দুই ধাপে মেসেজ পাঠাতে হবে।
প্রথম SMS:BARF (space) Applicant's User ID → পাঠাতে হবে 16222 নম্বরে
দ্বিতীয় SMS:BARF (space) YES (space) PIN → পাঠাতে হবে 16222 নম্বরে
দ্বিতীয় মেসেজ পাঠানোর পর টেলিটক নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৫৪০ টাকা কর্তন হবে এবং 16222 বা 01550155555 নম্বর থেকে ফি প্রদানের নিশ্চিতকরণ বার্তা পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হার্ডকপি বা আলাদা আবেদনপত্র অফিসে জমা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র টেলিটকের মাধ্যমে ফি প্রদান করলেই আবেদন গৃহীত বলে গণ্য হবে।
পরীক্ষা ও রিভিউ সংক্রান্ত সব আপডেট বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।

