আইন, ন্যায় ও সাংবাদিকতার আদর্শে পথচলা ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম আজ পূর্ণ করল ১১ বছর, এরই সাথে এক যুগে পদার্পণ করলো। ২০১৪ সালের ৪ নভেম্বর প্রতিষ্ঠিত এই অনলাইন পোর্টালটি বাংলাদেশের আইনি অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, আর আজ সেটিই পরিণত হয়েছে আইন সাংবাদিকতার এক বিশ্বস্ত নাম হিসেবে।
একদল তরুণ আইনজীবী ও সাংবাদিকের যৌথ প্রয়াসে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য ছিল সহজভাবে আইনের সংবাদ, বিশ্লেষণ ও মতামত জনগণের কাছে পৌঁছে দেওয়া। সময়ের সাথে সাথে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ কেবল আইনজীবীদের নয়, বিচারক, শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকের কাছেও হয়ে উঠেছে আইনি জ্ঞানের এক নির্ভরযোগ্য ঠিকানা।
২০২০ সালের অক্টোবরে সরকারি নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে পোর্টালটির পথচলা পায় প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। বর্তমানে এটি নিয়মিতভাবে প্রকাশ করছে আদালতের গুরুত্বপূর্ণ রায়, আইন সংশোধন, বিচার বিভাগের খবর, মতামতধর্মী কলাম, ও আইনশিক্ষা বিষয়ক বিশেষ প্রতিবেদন।
ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশের সম্পাদক অ্যাডভোকেট বদরুল হাসান কচি, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
এই ১১ বছরের যাত্রা আমাদের জন্য যেমন ছিল চ্যালেঞ্জপূর্ণ, তেমনি ছিল গর্বেরও। আমরা শুরু থেকেই বিশ্বাস করেছি, আইন সাংবাদিকতা কেবল খবর নয়, এটি ন্যায়বোধের এক প্রয়াস। আমাদের পাশে ছিলেন হাজারো পাঠক, লেখক ও শুভানুধ্যায়ী—তাদের ভালোবাসা ও আস্থা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। ভবিষ্যতেও আমরা ন্যায়, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মান বজায় রেখে এগিয়ে যেতে চাই।
এক যুগে পদার্পণে আজ ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ কেবল একটি অনলাইন পোর্টাল নয়, এটি আইনি সমাজের ইতিহাস ও বিকাশের অংশ। এখানে প্রতিদিন গড়ে ওঠে মতের বিনিময়, অভিজ্ঞতার বিন্যাস, আর আইনের প্রয়োগ নিয়ে গঠনমূলক আলোচনার পরিসর।
১১ বছর পূর্তিতে সম্পাদক ও সহকর্মীদের প্রত্যাশা—এই প্ল্যাটফর্ম আরও পরিণত হবে, আরও গভীরভাবে ছুঁয়ে যাবে ন্যায়বিচারের অন্বেষায় থাকা মানুষদের হৃদয়।

