বিচারপতি আহমেদ সোহেল
বিচারপতি আহমেদ সোহেল

জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেলকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা ২০০৭-এর বিধি ৩(২)(খ)৩(৩) অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি আহমেদ সোহেলকে ৫ বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

বিচারপতি আহমেদ সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন এবং ২০০২ সালে যুক্তরাজ্যের একটি ল’ ফার্মে তাঁর প্রথম লিগ্যাল প্রফেশনাল জীবন শুরু করেন।

দেশে ফিরে তিনি বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করেন। পরে আপিল বিভাগেও তিনি আইনজীবী হিসেবে কাজ করেন, বিচারপতি হওয়ার আগ পর্যন্ত।

বিচারপতি আহমেদ সোহেলের পরিবারও বিচারপেশার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাঁর বাবা ছিলেন মরহুম বিচারপতি মোহাম্মদ আনসার আলী। পারিবারিকভাবে আইন পেশায় গভীর ঐতিহ্য থাকা সত্ত্বেও তিনি নিজ যোগ্যতায়ও দ্রুত বিচার অঙ্গনে বিশেষ স্থান করে নেন।

২০১৮ সালের ৩১ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন : তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

বিচারপতি আহমেদ সোহেল একাধিক গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন, যার মধ্যে সর্বাধিক আলোচিত হলো সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল ও অসাংবিধানিক ঘোষণা এবং পৃথক বিচারবিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত ঐতিহাসিক রায়। এই রায় বাস্তবায়িত হলে, বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে।

তাঁর কোর্টই বাংলাদেশের ইতিহাসে প্রথম “পেপারলেস কোর্ট” হিসেবে যাত্রা শুরু করেছে — যা বিচার ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরের এক নতুন অধ্যায়ে নিয়ে গেছে।

দেশি-বিদেশি বিচার ও আইন কাঠামো নিয়ে বিচারপতি আহমেদ সোহেল বহু আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও কনফারেন্সে অংশ নিয়েছেন। তিনি যুক্তরাজ্যে হিউম্যান রাইটস, লিগ্যাল এইড, প্রো বোনো লিগ্যাল সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সংক্রান্ত কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এছাড়াও তিনি ভুটানে অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশ নেন এবং The Rotary Foundation District Service Award অর্জন করেন।

বিচারপতি আহমেদ সোহেলকে রোটারি ইন্টারন্যাশনাল Paul Harris Fellow হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

আরও পড়ুন : ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

তিনি British-Bangladesh Lawyers Association (UK)-এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং Barristers Association of Bangladesh (২০০৬-২০০৭)-এর এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন।

তাছাড়া তিনি বিচার বিভাগ, সাইবার ক্রাইম, আন্তর্জাতিক সালিশি, পরিবেশ আইন ও সমসাময়িক আইনগত ইস্যু নিয়ে অসংখ্য প্রবন্ধ ও নিবন্ধ রচনা করেছেন।

আইনজীবী মহলে তাঁকে একজন দূরদর্শী, নীতিবান এবং সংস্কারমুখী বিচারক হিসেবে দেখা হয়, যিনি বিচার বিভাগের স্বাধীনতা ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।