অ্যাডভোকেটশীপ মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে অনলাইনে
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

২৫ অক্টোবর প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা জারি

বাংলাদেশ বার কাউন্সিল ২৫ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বার কাউন্সিল ভবন, শাহবাগ, ঢাকা থেকে “নং-বিবিসি/এনরোল/২০২৫/৩০৪৮” স্মারকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বার কাউন্সিলের সচিব ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

বার কাউন্সিলের পূর্বে জারিকৃত বিজ্ঞপ্তি (স্মারক নং-বিবিসি/এনরোল/এমসিকিউ/২০২৫/৩৩৫, তারিখঃ ২৫-০২-২০২৫ এবং স্মারক নং-বিবিসি/এনরোল/২০২৫/৯৩১, তারিখঃ ১৫-০৫-২০২৫) অনুযায়ী জানানো হয়েছে যে, ২৫ অক্টোবর প্রকাশিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শীঘ্রই অনুষ্ঠিত হবে।

তবে যারা পূর্ববর্তী দুই মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বা অংশগ্রহণ করতে পারেননি (রিঅ্যাপিয়ার্ড ভাইভা প্রার্থী), তাদের জন্য আলাদা সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে। একইভাবে, যারা লিখিত পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন এবং রিভিউ শেষে উত্তীর্ণ হবেন, তাদের মৌখিক পরীক্ষা রিঅ্যাপিয়ার্ড ভাইভা প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত হবে।

রেগুলার প্রার্থীদের করণীয়

২৫ অক্টোবরের ফলাফলে উত্তীর্ণ রেগুলার প্রার্থীদের নিম্নোক্ত ধাপ অনুসরণ করতে বলা হয়েছে:

১. ওয়েবসাইট http://bar.teletalk.com.bd এ প্রবেশ করে “রেগুলার প্রার্থী” অপশন সিলেক্ট করতে হবে।
২. রেজিস্ট্রেশন নম্বর, পিউপিলেজ কন্ট্রাক্ট ডেট এবং জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে।
৩. নির্দেশনা অনুযায়ী অনলাইন ফরম পূরণ, তথ্য যাচাই ও সাবমিট করতে হবে।
৪. সাবমিট শেষে Form A, Form G, Case List, Testimonial এবং Affidavit ডাউনলোড ও প্রিন্ট করতে হবে (লিগ্যাল সাইজ কার্টিজ পেপারে)।
৫. Form A তে প্রার্থী ও সিনিয়র অ্যাডভোকেটের স্বাক্ষর থাকতে হবে এবং ৩ কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে (সাদা ব্যাকগ্রাউন্ড, দুই কান দৃশ্যমান, সেলফি নয়)।
৬. Affidavit তিনশত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক কর্তৃক নোটারাইজড করতে হবে।
৭. ডাউনলোডকৃত সব ফরমের সঙ্গে নিচের নথিগুলোর সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে:

  • এসএসসি/সমমান, এইচএসসি/সমমান, গ্র্যাজুয়েশন, এলএলবি, এলএলএম, বার-এট-ল (যদি থাকে) পরীক্ষার সনদ ও নম্বরপত্র

  • বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড

  • বিদেশি ডিগ্রির ক্ষেত্রে ইক্যুইভ্যালেন্সি সনদ বা আবেদনপত্রের রিসিভ কপির সত্যায়িত অনুলিপি

সময়সীমা

  • অনলাইন ফরম সাবমিট ও নথি ডাউনলোডের সময়: ৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪টা থেকে

  • বার কাউন্সিল অফিসে হার্ড কপি জমা দেওয়ার শেষ সময়: ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) বিকাল ৪:৩০ পর্যন্ত

রেগুলার ভাইভা প্রার্থীদের কোনো ফি প্রদান করতে হবে না। নির্ধারিত সময়ে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, যা কালার প্রিন্টে নিতে হবে।

বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের জন্য নির্দেশনা

যারা বিদেশ থেকে অর্জিত এলএলবি ডিগ্রির ইক্যুইভ্যালেন্সি সনদের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও সনদ পাননি, তাদের আবেদনপত্রের রিসিভ কপির সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষার ফরমের সঙ্গে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রতিটি ধাপে অনলাইন ফরম পূরণ, প্রোফাইল সাবমিট এবং টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি প্রদান বাধ্যতামূলক। অন্যথায় প্রবেশপত্র ইস্যু করা হবে না।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বার কাউন্সিলের ওয়েবসাইট www.barcouncil.gov.bd এ প্রকাশ করা হবে।