আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না: আইন উপদেষ্টা

জামিন প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, বরং পুলিশের রিপোর্টও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি ভিডিও ফুটেজে দেখা যায় বা কণ্ঠ শনাক্ত করা যায়, তাহলে পরিস্থিতি ভিন্ন হয়।”

আজ রবিবার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যেখানে জামিন পাওয়ার যোগ্য, সেখানে আসামিরা জামিন পেতেই পারে। তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনের হয়ে সক্রিয় থাকতে পারে—তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যদি এমন আসামিরা বেশি জামিন পায়, তাহলে আমরা উদ্বিগ্ন হবো।”

বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “আদালতের চাপ কমাতে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে মামলার জট দ্রুত কমবে বলে আমরা আশা করছি। আদালত সংস্কারে আমরা নানান পদক্ষেপ নিচ্ছি, যার সুফল জনগণ পাবে।”

এসময় জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা দরকার, সরকার তা করবে।”

রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে অনেক সময় বিভ্রান্তিকর বক্তব্য দেয়। এসব বক্তব্যের কিছু সত্য হলেও, এগুলোর কারণে জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়।”

তিনি যোগ করেন, “১৬-১৭ বছর নির্বাচন হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ আছে। প্রায় পাঁচ কোটি মানুষ কখনও ভোট দিতে পারেনি—তাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন তারা আগ্রহ নিয়ে নির্বাচনের অপেক্ষায় আছে, তাদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।”