অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট চত্বরে নিরাপত্তা জোরদার, জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

রবিবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় ঈদগাহ মাঠ ও সুপ্রিম কোর্টের মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের চলাফেরা বেড়ে গেছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সর্বোচ্চ বিচার অঙ্গন হিসেবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা বিচার কার্য পরিচালনা করেন। এখানে জাতীয় গুরুত্বের বহু আলোচিত মামলার নথি সংরক্ষিত রয়েছে।

তাই নিরাপত্তা স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

এতে অনুলিপি পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার (সুপ্রিম কোর্ট ও স্পেশাল কোর্ট সিকিউরিটি ডিভিশন), শাহবাগ থানার ওসি এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।