রাজধানীর ঢাকা ন্যাশনাল হাসপাতালের সামনে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম তারিক সাইদ মামুন।
মঙ্গলবার সকাল ১০টা ৫১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারিক সাইদ হাসপাতাল থেকে বের হওয়ার পর প্রধান ফটক পার হয়ে রাস্তায় আসতেই দুইজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
গুলি লাগার পর তিনি আবার হাসপাতালে ঢোকার চেষ্টা করেন, কিন্তু রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ফুলহাতা টি-শার্ট পরা তারিক সাইদের দিকে সিনেমা স্টাইলে গুলি ছুঁড়ছে মাস্ক পরিহিত দুই ব্যক্তি। গুলি করার পর তারা দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা যায়নি কেন তারিক সাইদ হাসপাতালে গিয়েছিলেন বা তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কিনা।
সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মঈনুল হোসেন বলেন, “কারা এবং কেন এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে।”

