মহসিন রশিদ
মহসিন রশিদ

আদালত নিয়ে বিরূপ মন্তব্য : আইনজীবী মহসিন রশিদের ব্যাখ্যা তলব

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতার মামলার শুনানি নিয়ে ফেসবুকে আদালত অবমাননাকর পোস্ট দেওয়ায় জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ। আগামী ২৫ নভেম্বরের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এসময় আদালতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইনজীবী মহসিন রশিদ উপস্থিত ছিলেন।

গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী মহসিন রশিদ ফেসবুকে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতার মামলা আপিল বিভাগে শুনানিতে দেরি হওয়ায় বিরূপ মন্তব্য করেন।

এদিকে, অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আপিল বিভাগে ফের শুনানির জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

চলতি বছরের শুরুতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।

এ সময় আদালত বলেন, ‘বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।’

এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসীন রশিদ।

প্রসঙ্গত, ২০২৪ সারের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান।