আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য যে নির্দেশনা

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট মৌখিক (ভাইভা) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এনরোলমেন্ট কমিটির পক্ষে বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামী শনিবার (১৫ নভেম্বর) থেকে এনরোলমেন্ট মৌখিক (ভাইভা) পরীক্ষা শুরু হবে, চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুসারে, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ প্রার্থীরা, যারা নির্ধারিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে (bar.teletalk.com.bd) আবেদন করেছেন এবং পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম–এ (Form A) যথাসময়ে বার কাউন্সিলে জমা দিয়েছেন, তাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত সময়সূচি জানতে এখানে ক্লিক করুন 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা বোর্ডের সামনে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। সময়সূচি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের ভাইভা বোর্ডের সামনে মূল কপি (Original Copy) আকারে নিম্নলিখিত নথিপত্র প্রদর্শন করতে হবে—
১. অ্যাডমিট কার্ড
২. বার কাউন্সিল রেজিস্ট্রেশন কার্ড
৩. সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট
৪. ‘নোট বুক’ (কেস ডায়েরি), যেখানে অন্তত ১০টি মামলার (৫টি দেওয়ানি ও ৫টি ফৌজদারি) শুনানির নোট থাকবে। এসব মামলার শুনানিতে শিক্ষানবিশকালীন সময়ে প্রার্থীকে সরাসরি উপস্থিত থাকতে হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের অবশ্যই কালো কোট ও কালো টাই পরিধান করে ভাইভা বোর্ডে উপস্থিত হতে হবে, যা অ্যাডভোকেট ইউনিফর্ম হিসেবে গণ্য।

এছাড়া পুনরায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী এবং যাদের লিখিত পরীক্ষার রিভিউ সিদ্ধান্তের মাধ্যমে উত্তীর্ণ ঘোষণা করা হবে, তাদের ভাইভার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।