রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় নিজের ছেলে তাওসিফ রহমান সুমন (১৬)-কে হত্যার অভিযোগে মামলা করেছেন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি মামলার এজাহারে স্বাক্ষর করেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গ থেকে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়ি জামালপুরের উদ্দেশে রওনা দেন। পরে রাজপাড়া থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।
আরএমপি মুখপাত্র মো. গাজিউর রহমান বিকেলে জানান, বিচারক নিজে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি হিসেবে লিমন মিয়া (৩৪)-কে নাম উল্লেখ করা হয়েছে। তাকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষ হলে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হবে।
আদালত সূত্র জানায়, এক বছর আগে আব্দুর রহমান শ্রম আদালতের বিচারক হিসেবে রাজশাহীতে যোগ দেন। গত অক্টোবরে তাকে রাজশাহী মহানগর দায়রা জজ পদে পদায়ন করা হয়। রাজশাহীতে আসার পর তিনি নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকার একটি বহুতল ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রী ও একমাত্র ছেলে তাওসিফ রহমান সুমন-কে সঙ্গে নিয়ে বসবাস করছিলেন।
তার একমাত্র মেয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত তাওসিফ রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে, রাজশাহী নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিচারকের ছেলে তাওসিফ নিহত হয়। একই ঘটনায় হামলাকারীর আঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল তৎক্ষণাৎ পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

