ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এখন থেকে সাক্ষী সমন জারির পাশাপাশি সাক্ষীকে আদালতে হাজির হতে পাঠানো হবে এসএমএস। এই পদ্ধতির নাম দেয়া হয়েছে ‘কোর্ট এমএমএস’।
আজ রোববার (১৬ নভেম্বর) সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে এই পদ্ধতির উদ্বোধন করা হয়।
প্রাথমিকভাবে, ৭ জেলায় কোর্ট এসএমএস পদ্ধতির মাধ্যমে সমন জারির উদ্যোগ নিয়েছে সরকার।
এই পদ্ধতি সফলভাবে কাজ করলে সারাদেশে সাক্ষী হাজিরে সমন জারির পাশাপাশি কোর্ট এসএমএস পদ্ধতি চালু করবে সরকার। এই প্রকল্পে সরকারকে সহযোগিতা করছে ইইউ ও জার্মান সরকার।
প্রসঙ্গত, দীর্ঘকাল থেকে, সাক্ষীদের চিঠির মাধ্যমে আদালতে হাজির হওয়ার সমন জারি হতো, এতে করে সঠিক সময়ে চিঠি না পাওয়ায় যথাসময়ে সাক্ষীরা হাজির হতে পারতেন না। এতে করে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা তৈরি হতো, বাড়তো মামলা জট।

