তিন মালিকের কারাদণ্ড, চারটি করাতকল সিলগালা

বরগুনায় অবৈধ করাতকলে অভিযান: তিন মালিকের কারাদণ্ড, চারটি করাতকল সিলগালা

বরগুনার বন আদালতের ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহর নেতৃত্বে শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে সংরক্ষিত বনাঞ্চলের সন্নিকটে নিষিদ্ধ এলাকায় স্থাপিত একাধিক অবৈধ করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ এলাকায় পরিচালিত তিনটি অবৈধ করাতকলের মালিককে দুই মাস করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে আরও চারটি করাতকল বন্ধ করে মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সামারি ট্রায়াল পরিচালনার সময় বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস, সদর থানা পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে অবৈধ করাতকল থাকায় বনজ সম্পদ মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে। বন রক্ষায় অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।