ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পরিবার

খুনির শাস্তি, বিচারকদের নিরাপত্তা ও মিডিয়া ট্রায়াল বন্ধের দাবিতে আইন পরিবারের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পরিবার রাজশাহীতে বিচারকের পরিবারের ওপর বর্বর হামলা এবং বিচারকের সন্তানকে হত্যার ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছে। বিচারকদের নিরাপত্তা জোরদার, খুনির দ্রুত শাস্তি এবং মিডিয়া ট্রায়াল বন্ধের দাবিতে রোববার (১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি মূল স্তম্ভ। বিচারকদের নিরাপত্তা দুর্বল হলে বিচারপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়, আইনের প্রতি মানুষের বিশ্বাসও কমে যায়। তাই বিচারক এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পর অভিযুক্তকে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে মিডিয়ায় বক্তব্য প্রকাশ করা হয়েছে, যা চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে।

একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মীর হালিম, সহকারী অ্যাটর্নি জেনারেল; অ্যাডভোকেট আরিফুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল; অ্যাডভোকেট মুন্সী বেল্লাল; ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক সাফওয়ান হাসান তামিমসহ আইন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

অ্যাডভোকেট বেল্লাল হোসাইন রাজশাহীর ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেন এবং অভিযুক্তকে দিয়ে মিডিয়া ট্রায়াল পরিচালনা বন্ধে কড়া অবস্থান জানান। তিনি বিচারকদের জন্য গাড়ি ও গানম্যান বরাদ্দের দাবি তোলেন। অ্যাডভোকেট মীর হালিমও খুনির সর্বোচ্চ শাস্তি, বিচারকদের জন্য নিরাপত্তা বৃদ্ধি এবং মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেন।

সমাবেশে আইন বিভাগের অসংখ্য শিক্ষার্থী অংশ নেন। তারা বলেন, বিচারকদের ওপর আঘাত মানে রাষ্ট্রের ওপর আঘাত, তাই এই ঘটনার দ্রুত বিচার এবং নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিন্যাস জরুরি।