বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ঢাকাস্থ বিভিন্ন আদালতে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বেপজার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় বসবাসকারী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্য থেকে ২ জন অভিজ্ঞ আইনজীবীকে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এলএলবি ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতার ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অথবা আপিল বিভাগে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং জেলা জজ কোর্ট বা সমমর্যাদাসম্পন্ন আদালতে আইন পেশায় ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগের মেয়াদ ও দায়িত্ব
প্রাথমিকভাবে প্যানেল আইনজীবীর নিয়োগের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। দায়িত্ব সন্তোষজনকভাবে সম্পন্ন হলে কর্তৃপক্ষ ও আইনজীবীর পারস্পরিক সম্মতিতে মেয়াদ বাড়ানো যেতে পারে। যেকোনো পক্ষ এক মাসের অগ্রিম লিখিত নোটিশ দিয়ে নিয়োগ বাতিল করতে পারবে।
কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী প্যানেল আইনজীবীকে ফৌজদারি, দেওয়ানি, অর্থ, ভূমি, চাকরি, শ্রম, ট্যাক্স, কোম্পানি এবং আরবিট্রেশন সংক্রান্ত মামলা পরিচালনা বা দায়ের করার দায়িত্ব দেওয়া হবে। তবে বেপজার স্বার্থসংশ্লিষ্ট কোনো মামলায় তিনি এই প্রতিষ্ঠানের বিপক্ষে অবস্থান নিতে পারবেন না।
পারিশ্রমিক ও অন্যান্য শর্ত
মামলা পরিচালনার জন্য বেপজা কর্তৃক নির্ধারিত ফি শিডিউল অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা হবে। এতে সরকার নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স কর্তন করা হবে।
যে কোনো আদালত বা বার কাউন্সিল কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবেন। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেছে।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীদের সাদা কাগজে বা নিজস্ব প্যাডে আবেদন করতে হবে। আবেদনে নাম, পিতা-মাতা’র নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, সুপ্রিম কোর্ট ও জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির তথ্য, অভিজ্ঞতা এবং অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত থাকলে তার বিবরণ উল্লেখ করতে হবে।
আবেদনের সঙ্গে সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে।
এ ছাড়া বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের অনুকূলে ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী আইনজীবীদের আগামী ৩১ জানুয়ারি ২০১৬ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক (প্রশাসন), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বেপজা কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা বরাবর ডাকযোগে অথবা সরাসরি আবেদন পৌঁছাতে হবে।
অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ অথবা নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।


