Set off: এর অর্থ পারস্পরিক দায়শোধ

প্রতিবেদক : বার্তা কক্ষ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০১৭ ১:৩০ অপরাহ্ণ
ছবি - প্রতীকী

দেওয়ানী কার্যবিধির ৮ নং আদেশের ৬ নং নিয়মানুসারে লিখিত বিবৃতিতে পারস্পরিক দায়শোধের বর্ণনা দান করিতে হইবে।
৭নং আদেশে ১নং নিয়মানুসারে, যেই ক্ষেত্রে বাদী তাহার আংশিক দাবি পারস্পরিকভাবে পরিশোধে রাজী হইয়াছে বা বর্জন করিয়াছে, সে ক্ষেত্রে দাবি যে অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হইয়াছে, তাহা আরজিতে উল্লেখ করিতে হইবে।

লেখকঃ মোঃ আব্দুল হামিদ, জেলা ও দায়রা জজ ।