Tax: এর অর্থ কর

প্রতিবেদক : বার্তা কক্ষ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০১৭ ১:০১ অপরাহ্ণ
ছবি - প্রতীকী

 

আয়কর অধ্যাদেশ অনুসারে, কর বলিতে শুধু আয়কর বুঝায় না। কর বলিতে এই অধ্যাদেশের অধীনে আয়কর জরিমানা, সুদ, ফিস অথবা অন্যান্য দাবি যাহা অধ্যাদেশের বিধান অনুযায়ী করা হয় এবং করদাতা প্রদান করিতে বাধ্য থাকে।

লেখকঃ মোঃ আব্দুল হামিদ, জেলা ও দায়রা জজ ।