Taxation: এর অর্থ করারোপ

প্রতিবেদক : বার্তা কক্ষ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ
ছবি - প্রতীকী

 

বাংলাদেশ সংবিধানের ১৫২ অনুচ্ছেদে করারোপের সংজ্ঞায় বলা হইয়াছে যে, করারোপ বলিতে সাধারণ, স্থানীয় বা বিশেষ যে কোনো কর, খাজনা শুষ্ক বা বিশেষ করের আরোপ অন্তর্ভুক্ত হইবে।

লেখকঃ মোঃ আব্দুল হামিদ, জেলা ও দায়রা জজ ।