Vakalatnama: ওকালতনামা

প্রতিবেদক : বার্তা কক্ষ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০১৭ ১২:২৭ অপরাহ্ণ
ছবি - প্রতীকী

দেওয়ানী কার্যবিধির ৩ নং আদেশের ৪ নং নিয়মে এডভোকেট নিয়োগের নিয়মাবলী সম্পর্কে বলা হইয়াছে। মক্কেল পক্ষে ওকালতনামা কর্তৃক অধিকারপ্রাপ্ত হইয়া এডভোকেট মক্কেলের পক্ষে মোকদ্দমা পরিচালনা করেন। অন্য কথায় বলা যায় যে, মক্কেল কর্তৃক এডভোকেট নিয়োগের নিয়োগপত্রকে ওকালতনামা বলা হয়।

লেখকঃ মোঃ আব্দুল হামিদ, জেলা ও দায়রা জজ ।