চট্টগ্রামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ শুরু

রায়হান ওয়াজেদ চৌধুরী

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এর সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও আইনজীবী সমাবেশ হয়েছে।

আজ বুধবার (২২ নভেম্বর) চট্টগ্রামের কোর্ট হিলে জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রতন কুমার রায়ের সঞ্চালনায় বিকাল তিনটায় উক্ত অনুষ্ঠান শুরু হয়।

এতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট ইব্রাহীম চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি), বাংলাদেশ বার কাউন্সিল ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (এমপি), বাংলাদেশ আওয়ামীলীগের আইন সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন (এমপি), অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, ব্যারিস্টার ইমরানুল কবির, অ্যাডভোকেট আজহারুর উল্লাহ ভূইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের একাংশ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি – সভাপতি অ্যাড. এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি – সেক্রেটারি মুজিবল হক, সাবেক জেলা পিপি আবুল হাশেম, দুদকের পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দীন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী ও শেখ হাসিনার নেতৃত্বে অনুগত আইনজীবীদের নিয়ে সারা বাংলাদেশে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ নামে একটি সংগঠন গঠনের অধীনে আসার আহ্বান জানান।

গঠনতন্ত্র অনুযায়ী, নির্দিষ্ট হারে এক শত টাকা চাঁদা দিয়ে সদস্য সংগ্রহ অভিযান ১৫ দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাফস।

উল্লেখ্য,আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ বিলুপ্ত ঘোষণার পর ঐক্যবদ্ধভাবে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ নামে নতুন একক সংগঠন গঠন করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

আদালত প্রতিনিধি, চট্টগ্রাম /ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম