সারাদেশে কর্মরত সকল জেলা জজ ও দায়রা জজ/ সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে ‘ জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন, ২০১৭’ – এর পরের দিন অর্থাৎ ৩ ডিসেম্বর (রোববার) দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে সারাদেশে সারাদেশে কর্মরত সকল জেলা জজ ও দায়রা জজ/ সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন।
বিজ্ঞপ্তিতে উক্ত মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ অনুষ্ঠানে সারাদেশে কর্মরত সকল জেলা জজ ও দায়রা জজ/ সমপর্যায়ের কর্মকর্তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম ডেস্ক