বিচারপতি এস কে সিনহা
বিচারপতি এস কে সিনহা

এস কে সিনহা পদত্যাগের ১৪ দিন পরও খালি প্রধান বিচারপতির পদ

এস কে সিনহা পদত্যাগ করার ১৪ দিন পরও; খালি রয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতির পদ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। আইনমন্ত্রী আনিসুল হক মনে করেন, প্রধান বিচারপতির পদটি বেশীদিন খালি রাখবেন না রাষ্ট্রপতি। আর বিচারবিভাগের সর্বোচ্চ সাংবিধানিক পদটি বেশীদিন খালি রাখা খারাপ দৃষ্টান্ত হবে বলে মনে করেন, সাবেক দুই আইনমন্ত্রী।

নানা আলোচনা-সমালোচনার মধ্যেই গত ১০ নভেম্বর, সিঙ্গাপুর থেকে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান, ছুটিতে থাকা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। চারদিন পর যা গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপরই আলোচনা শুরু হয়, কে হচ্ছেন পরবর্তী প্রধান বিচারপতি?

বর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কতদিন দায়িত্ব পালন করতে পারবেন, সংবিধানে সে বিষয়ে নেই কোনো সুনির্দিষ্ট দিক দির্দেশনা। তারপরও দেশের ২২তম প্রধান বিচারপতি নিয়ে আগ্রহের কমতি নেই সাধারণের মাঝে।

আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতায় এগিয়ে আবদুল ওয়াহাব মিঞা। এরপরেই আছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, প্রধান বিচারপতি কে হবেন, তা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। তার ধারণা, পদটি বেশিদিন খালি রাখবেন না রাষ্ট্রপতি। একই সুর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কণ্ঠেও।

সাবকে দুই আইনমন্ত্রীর মতে, সাংবিধানিক পদটি বেশিদিন খালি রাখা, খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দাবি, প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে ভুল ব্যাখা দিচ্ছেন আইনমন্ত্রী।

তবে প্রধান বিচারপতি নিয়োগে, নজর থাকবে বঙ্গভবনের দিকেই। যদিও নিয়মানুযায়ী এ সংক্রান্ত নথি যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়েও।

[youtube https://www.youtube.com/watch?v=_SbnvEnsBF0]