খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য পদে আওয়ামী প্যানেলের আটজন ও বিএনপির ছয়জন নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
সভাপতি পদে ৫৪৬ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত কাজী আবু শাহীন ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত মোল্লা মশিয়ুর রহমান (নান্নু) ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এছাড়া সহ সভাপতি সরদার আব্দুল জলিল (বিএনপি), মো. মনজিলুর রহমান মল্লিক(আ.লীগ), যুগ্ম সম্পাদক মো. আল আমিন উকিল (আ.লীগ), লাইব্রেরি সম্পাদক পদে এহতেশামুল হক জুয়েল (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. মুনজিল আলী (বিএনপি)।
এছাড়াও সদস্য পদে নির্বাচিত সাতজনের মধ্যে আওয়ামী লীগ প্যানেলের মো. আ. মজিদ, পলাশী মজুমদার, সাহারা ইরানী পিয়া, মো. নাছির উদ্দিন খান ও জাবের। বিএনপির মো. মুনিমুর রহমান নয়ন ও হাসিনা আক্তার মুন্নি।
রোববার সকালে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল তিনটা পর্যন্ত চলে। ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের দুইটি প্যানেলে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের মোট ভোটার সংখ্যা এক হাজার ২৭০ জন। এক হাজার ১১৯ জন ভোটার ভোট দেন।
নির্বাচন পরিচালনায় ছিলেন কমিটির চেয়ারম্যান আহমেদ উল্লাহ পিলু, সদস্য লিয়াকত আলী মোল্লা ও রেজাউল করিম।
জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম