জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভাগের এক জুনিয়র ছাত্রকে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তিন ছাত্রীর বিরুদ্ধে।
প্রক্টর ও বিভাগীয় সভাপতি বরাবর গতকাল রোববার আলাদা দুটি লিখিত অভিযোগ করেন ওই ছাত্র।
অভিযুক্ত ছাত্রীরা ও অভিযোগকারী ছাত্র উভয়েই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত। এছাড়াও আশিক (৩য় বর্ষ, ৪৪ ব্যাচ) ও অর্থোর (২য় বর্ষ, ৪৫ ব্যাচ) বিরুদ্ধে ওই ছাত্রীদের সহায়তা করার অভিযোগও এসেছে।
লিখিত অভিযোগে অভিযোগকারী ছাত্র (১ম বর্ষ, ৪৬ ব্যাচ) জানান, ২২ নভেম্বর পুরাতন কলা ভবনের পিছনের নির্জন জায়গায় অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে আপত্তিজনকভাবে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শের মাধ্যমে তাকে যৌন নির্যাতন চালান এবং অশ্লীল ভাষায় বিভিন্ন কথা বলেন। এরপর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন।
অভিযুক্ত অর্থো বলেন, যৌন নিপীড়নের ঘটনা ঘটেনি, তবে সে সিনিয়রদের সাথে দুর্ব্যবহার করায় তাকে শাসন করা হয়েছে।
অভিযুক্ত ছাত্রীদের ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চারুকলা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ময়েজ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসের বাইরে থাকায় খতিয়ে দেখতে পারিনি।
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আমি এখনো অভিযোগ হাতে পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠিয়ে দেয়া হবে।
সূত্র- সমকাল
সম্পাদনা- ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম