আবদুল হামিদ: বাংলাদেশ সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ সম্পর্কে বলা হইয়াছে।
৭৪ অনুচ্ছেদের ১ দফায় বলা হইয়াছে যে, (১) কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হইতে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করিবেন এবং দুই পদের যে কোনোটি শূন্য হইলে সাত দিনের মধ্যে কিংবা ঐ সময়ে সংসদ বৈঠকরত না থাকিলে পরবর্তী প্রথম বৈঠকে তাহা পূর্ণ করিবার জন্য সংসদ সদস্যদের মধ্য হইতে একজনকে নির্বাচিত করিবেন।
এই অনুচ্ছেদের ২ দফায় কোনো ক্ষেত্রে স্পিকার পদ শূন্য হইবে সেইসম্পর্কে বলা হইয়াছে।
লেখক: জেলা ও দায়রা জজ