আবদুল হামিদ: দণ্ডবিধির ৩০৫ ধারায় বলা হইয়াছে যে, আঠার বৎসরের কম বয়স্ক কোনো ব্যক্তি, কোনো উন্মাদ ব্যক্তি, কোনো বিকারগ্রস্ত ব্যক্তি, কোনো জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তি অথবা কোনো প্রমত্ততাগ্রস্ত ব্যক্তি আত্মহত্যা করিলে অনুরূপ অনুষ্ঠান সহায়তাকারী ব্যক্তি মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে বা অনধিক দশ বৎসরকালে মেয়াদী কারাদণ্ডে দণ্ডিত হইবে তদুপরি অর্থ দণ্ডে দণ্ডিত হইবে।
৩০৬ ধারায় বলা হইয়াছে যে, কোনো ব্যক্তি আত্মহত্যা করিলে অনুরূপ আত্মহত্যা অনুষ্ঠানে সহায়তাকারী ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হইতে পারে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবে। আত্মহত্যার চেষ্টা করাও শাস্তিযোগ্য অপরাধ।
লেখক: জেলা ও দায়রা জজ