আবদুল হামিদ: তামাদী আইনের ২ (১০) ধারায় মামলার সংজ্ঞায় বলা হইয়াছে যে, মামলা বলিতে কোনো আপিল বা দরখাস্ত বুঝায় না। দেওয়ানী কার্যবিধির ২৬ ধারায় মামলা দায়েরের পদ্ধতি সম্পর্কে বলা হইয়াছে যে, প্রত্যেক মামলা আরজি পেশ করিয়া বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করিতে হইবে।
লেখক: জেলা ও দায়রা জজ