আবদুল হামিদ: ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ২ (৬৩) ধারায় সংজ্ঞানুসারে নিম্নলিখিত আয় করযোগ্য আয় বলিয়া গণ্য হইবে:
(ক) করদাতা কোম্পানী ব্যতীত অন্য কোনো অনাবাসিক হইলে অথবা কোনো সমবায় সমিতি হইলে, তাহার মোট করযোগ্য আয় হইবে।
(খ) অন্যান্য করদাতাগণের ক্ষেত্রে তাহাদের মোট আয় হইতে রেয়াত বা বাদযোগ্য খরচ যাহা ষষ্ঠ তফসীলের দ্বিতীয় খণ্ডে বর্ণনা করা হইয়াছে উহা বাদ দেওয়ার পর যে হ্রাসকৃত আয় দাঁড়াইবে উহাই তাহাদের করযোগ্য আয় হইবে।
লেখক: জেলা ও দায়রা জজ