আবদুল হামিদ: টর্ট বলিতে চুক্তি বহির্ভূত এমন এক দেওয়ানী ক্ষতিকে বুঝায় যাহার প্রতিকার ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে প্রদান করা হয়।
কোনো ব্যক্তি আইনগতভাবে যে কর্তব্য সম্পন্ন কিরতে বাধ্য তাহা না করার ফলে কোনো ব্যক্তির ক্ষতি হইলে তাহা টর্ট বলিয়া গণ্য হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি দেওয়ানী প্রতিকার পাইবার প্রার্থনা করিতে পারেন।
লেখক: জেলা ও দায়রা জজ