আবদুল হামিদ: ফৌজদারী কার্যবিধির ৫২৬ খ ধারার ১ নং উপধারায় দায়রা জজ কর্তৃক মামলা স্থানান্তর সম্পর্কে এবং ৫২৬ ধারায় হাইকোর্ট কর্তৃক মামলা স্থানান্তর সম্পর্কে বলা হইয়াছে।
৫২৬ (খ) ধারার ১ নং উপধারা: যখন কোনো দায়রা জজ মনে করেন যে ন্যায় বিচারের স্বার্থে এই ধারা অনুসারে কোনো আদেশ দান করা প্রয়োজন, তখন তিনি তাঁহার অধিক্ষেত্রের এক ফৌজদারী আদালত হইতে অপর কোনো ফৌজদারী আদালতে মামলা স্থানান্তরের আদেশ দিতে পারেন।
২ নং উপধারা: দায়রা জজ অধস্তন কোনো আদালতের রিপোর্টের ভিত্তিতে অথবা স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের প্রার্থনার বা তাহার নিজ উদ্যোগে এইরূপ স্থানান্তর করিতে পারেন।
লেখক: জেলা ও দায়রা জজ।
(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)