আবদুল হামিদ: ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের ৫ ধারায় সম্পত্তি হস্তান্তরে সংজ্ঞায় বলা হইয়াছে যে, পরবর্তী ধারাসমূহ ‘সম্পত্তি হস্তান্তর’ বলিতে একটি কাজ বুঝায় যাহার দ্বারা কোনো জীবিত ব্যক্তি বর্তমান বা ভবিষ্যতে কোনো সম্পত্তি এক বা একাধিক জীবিত ব্যক্তির নিকট বা নিজের নিকট এবং এক বা ততোধিক জীবিত ব্যক্তির নিকট সম্পত্তি হস্তান্তর করে এবং সম্পত্তি হস্তান্তর করা বলিতে এইরূপ কার্য করাকে বুঝায়।
কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায় তাহা সম্পত্তি হস্তান্তর আইনের ৬ ধারায় বলা হইয়াছে।
লেখক: জেলা ও দায়রা জজ
(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)